ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুলের খুশকি দূর করতে আদার ব্যবহার

আদার গুণাবলীর কথা সকলেরই জানা আছে। শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, বরং ঠাণ্ডা লাগা এবং কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করে। তবে আদা চুলের স্বাস্থ্য আর খুস্কির সমস্যাতেও বেশ কার্যকরী।

আদায় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল থাকায় চামড়া এবং চুলের গোড়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। আদার রস আপনার চুলের গোড়ার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে। একই সঙ্গে খুস্কির সমস্যা কমাতেও সাহায্য করতে পারে।

যেভাবে তৈরি করবেন আদার মাস্ক:

এক টুকরো টাটকা আদা নিয়ে টুকরো টুকরো করে কাটুন অথবা থেঁতো করুন। থেঁতো করা আদা অল্প পানিতে দিয়ে কম আঁচে ফুটিয়ে নিবেন। এসময় আস্তে আস্তে বদলে যাবে পানির রঙ এবং কয়েক মিনিটের মধ্যেই হালকা ঘোলাটে হলুদ হয়ে উঠবে পানি।

এরপর আগুন থেকে নামিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিবেন পানি। ভালো করে সেদ্ধ হওয়া আদা থেকে রস বের করে নিয়ে পানি ঠাণ্ডা করে নিন। এবার এই পানি একটি ছোট স্প্রে বোতলে ঢেলে রাখতে পারেন বা সরাসরি আপনার চুলের গোড়ায় স্প্রে করতে পারেন।

এভাবে আধা ঘণ্টা এই রস আপনার চুলের গোড়ায় ভিজতে দিন। তারপর একটি হালকা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার আদার রস দিয়ে চুলের যত্ন নিন। কমে যাবে খুস্কি বা চুলকুনির সমস্যা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন