ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উপলক্ষপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৮ সেপ্টেম্বর দুপুরে কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার (গাজীপুর) মোঃ রফিুল ইসলাম খান। কোনাবাড়ী সাংবাদিক ক্লাব আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুর রহমান মাষ্টার, সদস্য খলিলুর রহমান (এমএ) গাজীপুর সিটি কর্পোরেশন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা নাসরিন, বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মাষ্টার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদ হোসেন, কোনাবাড়ী থানা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মানোয়ার হোসেন (মন্টু), কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি দেলোয়ার হেসেন মুন্না প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্যেখ্য, তথ্যের সর্বজনীন অধিকারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পরিচিত। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিবস। দিনটি ২০১৫ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিলো এবং ২৮ সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিলো।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন