ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চুয়ালি জি২০ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব

এবছর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জি২০ সম্মেলন। তবে বৈশ্বিক মহামারী করোনার কারণে বৈঠকটি ভার্চুয়ালি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের তথ্যানুযায়ী, জি২০ নেতাদের বৈঠকটি রিয়াদে বসার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে রবিবার তা স্থির হয়েছে। তবে ভার্চুয়ালি জি২০ বৈঠকের আয়োজন করবে সৌদি আরব।

এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আগামী ২১ ও ২২ নভেম্বর জি২০ সম্মেলন হবে বলে সরকারিভাবে ঘোষণা করেছে সৌদি আরব। ভার্চুয়াল এই সভার চেয়ারপারসন হবেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

করোনাকালে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জি২০ সম্মেলনে দীর্ঘ আলোচনা হবে। আর রেজ্যুলেশন বা প্রস্তাবও নেয়া হবে ওই দুটি বিষয় মাথায় রেখেই।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন