ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমা করে দিও: বিদায়ের সময় অ্যাটর্নি জেনারেলকে স্ত্রী

প্রবল কান্নার মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শেষ বিদায় জানিয়েছেন স্ত্রী বিনতা মাহবুব। বিদায়ের মুহূর্তে তিনি লাশবাহী গাড়ি ধরে বারবার বলতে থাকেন, ‘ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও তুমি। আমাকে ক্ষমা করে দিও।’ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে শোকাবহ পরিস্থিতি তৈরি হয় । এ সময় বিনতা মাহবুব স্বামীর জন্য দোয়া পড়তে থাকেন।

সকাল ১০টা ৪০ মিনিটে মাহবুবে আলমের মরদেহ নিয়ে তার বাসা থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের উদ্দেশে যাত্রা করেন। এ সময় বিনতা মাহবুব গাড়ির কাছে দৌঁড়ে আসেন। তিনি গাড়ি ধরে বারবার ক্ষমা চাইতে থাকেন। পরে স্বজনরা বাসার দিকে টেনে নিয়ে যান তাকে।

সেন্ট্রাল হাসপাতালের লাশবাহী গাড়িটি নিয়ে পুলিশ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন স্বজনদের ছেড়ে আবারও লাশবাহী গাড়ির দিকে ছুটে আসতে থাকেন মাহবুবে আলমের স্ত্রী। স্বজনরা তাকে সরিয়ে নিয়ে যান ও অ্যাটর্নি জেনারেলের মাগফিরাত কামনা করে দোয়া চাইতে বলেন।

প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যথা নিয়ে ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ওই দিনই কোভিড-১৯ পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তিনি মারা যান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন