শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ৮ মাসে পোল্যান্ডে ১৩.৩% কয়লা উত্তোলন হ্রাস

চলতি বছরে পোল্যান্ডে প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) কয়লা উত্তোলন খাতে মন্দা ভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় দেশটির নিজস্ব কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশের বেশি কমে ৩ কোটি ৫৮ লাখ টনের নিচে নেমে এসেছে।

পোল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে পোল্যান্ডের নিজস্ব কূপগুলো থেকে সর্বমোট কয়লা উত্তোলন হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টন। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির উত্তোলন ১৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

চলতি বছরের আগস্টে পোল্যান্ডের নিজস্ব কূপগুলো থেকে সর্বমোট ৪২ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। সেই হিসাবে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৫ দশমিক ৮ শতাংশ। চলতি বছরের জুলাইয়ের তুলনায় আগস্টে জ্বালানি পণ্যটির উত্তোলন ১৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

এদিকে পোল্যান্ডে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটিতে বিদ্যুৎ খাতের সিংহভাগ আসে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে। তবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তনের লাগাম টানার প্রশ্নে সচেতনতা বেড়ে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে সরে আসছে ইউরোপের এ দেশ।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  মিয়ানমারে সড়ক অবকাঠামো নির্মাণে ঋণ দিবে জাপান

সংবাদটি শেয়ার করুন