ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ বছর ধরে আয়কর ফাঁকি দিচ্ছেন ট্রাম্প

লোকসান দেখিয়ে গত ১০ বছর কোনো আয়কর না দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি ট্রাম্প। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করার পর ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন তিনি। এরপর আর কোনো আয়কর দেননি ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ব্যাপক অর্থনৈতিক লোকসান দেখিয়েছেন। এবং ২০ বছরে তেমন আয়কর দেননি। অথচ ধনকুবের ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করেছেন।

এ ব্যাপারে ট্রাম্প জানান, তিনি প্রচুর পরিমাণে আয়কর দিয়েছেন। অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিসের আওতাধীন না থাকা অবস্থায় নিজের আয়করের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে দাবি করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিসের আওতায় থাকা অবস্থায় আয়করের তথ্য প্রকাশের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন