ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় শহরের ৬৯ ভাগ মানুষ খাবার কেনা কমিয়েছেন: বিশ্বব্যাংক

করোনার প্রভাবে ক্ষতির সম্মুখীন দেশের সকল অর্থনীতির খাত। এমন পরিস্থিতিতে টিকে থাকার জন্য যে যার মতো কমিয়ে যাচ্ছেন ব্যয়। এর অংশ হিসেবে শহরে বসবাসকারী ৬৯ শতাংশ মানুষ খাবার কেনা কমিয়েছেন ।তাবে  গ্রামের সংখ্যা ৬৩ শতাংশ। 

সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘লুজিং লাইভলিহুডস: দ্য লেবার মার্কেট ইম্প্যাক্টস অব কোভিড-১৯ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গত ১০ জুন থেকে ১০ জুলাই ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় শহরের ৬৯ ভাগ মানুষ তাদের বন্ধু-বান্ধবের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছেন এবং গ্রামের ৫০ শতাংশ মানুষ। তবে করোনা কালে শহরের ৩৮  ও গ্রামের ৩৩ ভাগ মানুষ সরকারের সাহায্য-সহযোগিতা পেয়েছেন।

এদিকে, করোনা কালে দৈনন্দিন খরচ মেটাতে  সঞ্চয় ভেঙেছেন গ্রামের ৫৫ শতাংশ মানুষ। সেখানে শহরের ৪২ শতাংশ মানুষ তাদের সঞ্চয়ে হাত দিয়েছেন। এছাড়াও আয়-ব্যয়ের হিসাব মেলাতে গ্রামের ২০ শতাংশ মানুষ বাড়তি আয়ের জন্য বাড়তি কাজের সন্ধান করছেন আর শহরের সংখ্যা মাত্র ৯ শতাংশ । তবে, গ্রামের চেয়ে শহরে বসবাসকারী বেশি সংখ্যক মানুষ ঋণ নিয়েছেন।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন