ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক অ্যালিসা হিলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট-রক্ষক হিসেবে সব থেকে বেশি শিকারের নিরিখে ধোনিকে টপকে গেলেন অজি পেসার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা।
এতদিন ক্যাচ ও স্টাম্প মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৯১টি উইকেট শিকারের রেকর্ড ছিল ধোনি দখলে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দু’টি স্টাম্প আউট করার পর হিলির শিকার ৯২টিতে দাঁড়িয়েছে। সুতরাং, এখন থেকে বিশ্বরেকর্ড লেখা থাকবে মিচেল স্টার্কের স্ত্রীর নামেই।
ধোনি উইকেট-রক্ষক হিসেবে ক্যাচ ধরেছেন ৫৭টি এবং স্টাম্প আউট করেছেন ৩৪টি। অপরদিকে হিলি উইকেট-রক্ষক হিসেবে ৪২টি ক্যাচ ধরেছেন এবং ৫০টি স্টাম্প আউট করেছন।
এদিকে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের মহিলা দলের উইকেট-রক্ষক সারা টেলর। ২৩টি ক্যাচ ও ৫১টি স্টাম্প মিলিয়ে তার শিকার ৭৪টি।
আনন্দবাজার/এম.কে