ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে দর বাড়ার শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রবিবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্বি পেয়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুসারে, রবিবার কোম্পানিটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭২৩ বারে সর্বমোট ২৩ লাখ ৪২ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৯ লাখ টাকা।

অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ১৬৪ বারে ৭৯ লাখ ১২ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৩ লাখ টাকা।

আর দর বাড়ার তৃতীয় স্থানে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল হাউজিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন