ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বৃদ্ধি পেয়েছে। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রবিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসই–৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে এক হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার এবং ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৫২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন