ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’

দেশের বরগুনা জেলায় শীঘ্রই স্থাপিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। মুজিববর্ষ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের কর্তৃক এমনটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নদীমাতৃক এই দেশ। নদী এবং নৌকার ইতিহাস হাজার বছরের। কিন্তু কালান্তরে নদী সংকোচিত হয়ে হারিয়ে যাচ্ছে নৌকার ঐতিহ্য। তাই এসব হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে এই জাদুঘরে। জেলা আইনজীবী সমিতির পূর্বপাশে পৌর গণগ্রন্থাগারের মাঠে স্থাপিত হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।

এই ব্যাপারে বরগুনা জেলা প্রশাসনের গণমাধ্যম শাখার দায়িত্ব প্রাপ্তি নির্বাহী ম্যাজিট্রেট মেহেদী হাসান জানান, জেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকা শিল্পী, ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো তৈরি হবে। সেই সাথে এই জাদুঘরে দেশের নানা অঞ্চলের থেকে ১০০টি নৌকা স্থান পাবে।

বরগুনা জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, একসময় দেশে হরেক রকম নৌকা ছিল। কিন্তু আস্তে আস্তে নৌকা হারিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ঐতিহ্য ধরে রাখার জন্য এমন আয়োজন।

আনন্দবাজার/এইচ এস কে/ এম আর এন

সংবাদটি শেয়ার করুন