ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক চ্যাট গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা

বলিউড অভিনেত্রি দীপিকা পাড়ুকোন ড্রাগ চ্যাট গ্রুপের অ্যাডমিন ছিলেন বলে জানিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এ জন্য তাকেও জেরা করবেন এনসিবি।

মাদক মামলায় নাম জড়ানো পর শুক্রবার এনসিবি অফিসে হাজির হওয়ার কথা রয়েছে ভারতীয় এই অভিনেত্রির।

সম্প্রতি গোয়ায় শুটিং করতে যান দীপিকা। এরপরই ম্যানেজার কারিশ্মা প্রকাশের সাথে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়।

২০১৭ সালে এই চ্যাটেই কারিশ্মার কাছে মাদক চেয়েছিলেন দীপিকা। দীপিকার মাদক-যোগের তদন্তে এমনই দাবি এনসিবির। এ ব্যাপারে তদন্ত করছে এনসিবি।

বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন