সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড দিয়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবিতে দেখা যাচ্ছে সাকিবের আশেপাশে বিভিন্ন পণ্যে বস্তা রাখা। অর্থাৎ তিনি একজন দোকানদার। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাকিবের ভেরিফাইড পেজে এই ছবিটি আপলোড করা হয়েছে।
ছবিতে হাসছেন আর ছোট টেবিলে কী যেন লিখছেন তিনি। টেবিলের পাশেই আছে আরেকটি টুল যেখানে রাখা হয়েছে বিভিন্ন ডাল, চাল ও শস্য। হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়বে যে কারো।
না সাকিব ক্রিকেট ছাড়েননি, একটি বিজ্ঞাপনের জন্যই এমন নতুন লুক দিয়েছে। ইতোমধ্যে তার ভক্তরাও একারণে রিয়্যাকশন জানাতে দেরি করেননি। মাত্র বিশ মিনিটেই লাখ রিয়াকশন ছাড়িয়েছে ছবিটিতে। ছবিটির নিচে অনেকেই অনেক ধরণের মন্তব্য জানিয়েছেন।
আরিফ রুবেল নামে একজন লিখেছেন, ভাই সুরমাটা জমে নাই, আরেকটু জমবে। সাদিয়া সাইরা বৃষ্টি লিখেছেন, পুরান ঢাকার চালের আড়তের মহাজনের একটা ভাব আইছে।
গাজী মিজানুর রহমান নামে আরেক ভক্ত লিখেছেন, এই তো আর কিছুদিন পর লাল-সবুজের প্রিয় জার্সিতে দেখা যাবে আমাদের প্রিয় বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
ছবিটিতে দেখা যাচ্ছে সাকিবের পরনে রয়েছে সাদা লুঙ্গি এবং সাদা পাঞ্জাবি। সাধারণত পুরান ঢাকার অনেক বড় ব্যবসায়ীরা এমন পোশাক পড়ে থাকেন। তবে সবকিছু ছাড়িয়ে গেছে সাকিবের হাসিটা, যা আজো কোটি ভক্ত হৃদয়ে প্রফুল্ল।
আনন্দবাজার/এম.কে