ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের ১৪০০ পুলিশকে বদলির সিদ্ধান্ত সদর দফতরের

সম্প্রতি কক্সবাজারের ১৪০০ পুলিশকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা ঘটনার পরে ব্যাপক সমালোচনার শিকার হন পুলিশ বাহিনী। এ সংকট কাটাতে জেলার পুলিশ বাহিনীকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দফতর।

কক্সবাজারের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ঢাকায় পুলিশ সদর দফতর সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশের সম্পূর্ণ নতুন বাহিনী ক্সবাজারে আসবে। সেই সাথে এখানে যারা এতদিন কর্মরত ছিলেন তারা অন্য জায়গায় যাবেন। তিনি নিজেও গতকাল বৃহস্পতিবার এ জেলায় এসপি হিসেবে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, সব র‍্যাংক মিলিয়ে ১৪০০ এর মতো কর্মকর্তা, যেখানে কনস্টেবল থেকে শুরু করে সব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, তাদের সবাইকে অন্য জায়গায় বদলি করা হচ্ছে। বদলি পুলিশ প্রশাসনের রুটিন কাজেরই একটি অংশ।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করে বর্তমানে বিচারের মুখোমুখি করা হয়েছে। জেলার এসপি, অ্যাডিশনাল এসপিসহ আটজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। পুলিশ কর্তৃপক্ষ এরপর বদলি করে জেলায় কর্মরত ৩৪ জন পুলিশ পরিদর্শককে এবং তাদের বদলির প্রজ্ঞাপন জারি করে ৩০ সেপ্টেম্বর সদর দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন