ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি বন্দরে কেজিতে ১৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

হিলি স্থলবন্দর দিয়ে পন্য আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও আমদানি হচ্ছেনা ভারতীয় পেঁয়াজ। ওদিকে ভারতে আটকে পড়া সহ ১০ হাজার টন এলসি করা পেঁয়াজ আমদানির বিষয়ে ভারতীয় রফতানি কারকেরা সে দেশের উচ্চ পর্যয়ের আলোচনার টেবিলে বসেছেন। তবে পেঁয়াজ আমদানির ব্যপারে কোন নিশ্চিয়তা পাচ্ছেন না বন্দরের আমদানি কারক ব্যবসায়ীরা।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ১১ ট্রাকে ২৩০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের পর পেঁয়াজের দাম কমতে থাকে। এদিকে দু’দিনের ব্যবধানে ৪০ থেকে ৪৫ টাকার প্রতি কেজি দরের পেয়াজ ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বন্দরের পাইকারি বাজারে। অতিরিক্ত পঁচে যাওয়া পেঁয়াজের প্রতি ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। এদিকে খুচরা বাজারে একটু নিন্মমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি, হারুন উর রশিদ হারুন জানান, ভারতে আটকে পড়া সহ ১০হাজার টন এলসি করা পেঁয়াজ আমদানির বিষয়ে ভারতীয় রফতানি কারকেরা সে দেশের উচ্চ পর্যয়ের আলোচনার টেবিলে বসেছেন। আমরা অল্প দিনেই এর একটা ফলাফল পাবো আশাকরি। পেঁয়াজ গুলো সীমান্তের ওপারে আটকা পরে থাকায় পেঁয়াজ গুলো পঁচে নষ্ট হয়ে গেছে। প্রতি ট্রাকের ৭৫ শতাংশ পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে গেছে বলে জনিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। এঅবস্থায় দারুন ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ আমদানি কারক ব্যবসায়ীরা।

আনন্দবাজার/এম.কে/মা.হ.রু

সংবাদটি শেয়ার করুন