ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে সাব ইন্সিপেক্টর আহসান হাবিবের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়িদে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ভোলাপাড়া গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫), করনাইট গ্রামের খোদা বকসের ছেলে রফিকুল ইসলাম (২৯), একই গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে তছলিম উদ্দীন (৪৫), হাকিমউদ্দিনের ছেলে জামাল উদ্দীন (২৩), ও বাঁশনাহান গ্রামের মৃত ফরজন আলীর ছেলে শাহজামাল ওরফে সাদ (৪৯)।

জানা জায়, পুলিশ উপজেলার নেকমরদ- করনাইট (কুমোড়গঞ্জ) গ্রামের ফজু কসাই’র পরিত্যক্ত মুরগীর খোলা ঘরের ভিতর জুয়া খেলার সময় জুয়াড়িদের আটক করে। পরে তাদের থানায় নিয়ে অসা হয়। জুয়ার আসর থেকে নগদ অর্থ, ২ প্যাকেট তাস ও ৮ টি মোবাইলফোন সেট জব্দ করা হয়।

এ ঘটনায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ ধারায় থানায় মামলা রুজু করা হয়। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আসামীদের জেলা জেল হাজতে পাঠানো হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আনন্দবাজার/শহক/ হুকবি

সংবাদটি শেয়ার করুন