ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের যেকোন সংকটে ঝাঁপিয়ে পরবে ছাত্র ইউনিয়ন

দেশের যেকোন রকমের সংকটে সাধারন মানুষদের পাশে থেকে তা সর্বপ্রথম মোকাবেলা করেছে এবং করে যাবে ছাত্র ইউনিয়ন। জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহির শাহরিয়ার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে এক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠন ও দেশের সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহির শাহরিয়ার। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহর কমিটি গঠন করার বিষয়ে নির্দেশনা দেন নেতা কর্মীদের।

তিনি আরো বলেন, করোনার মহামারীতে ছাত্র ইউনিয়ন শুরু থেকেই জেলায় জেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা চাল চুরিসহ বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি করছে যা টেলিভিশন ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকার বিভিন্ন রকমের প্রজেক্ট করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এর প্রতিবাদ করতে ছাত্র সমাজকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে আর তার জন্য ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার বিকল্প কিছু নেই। ছাত্র ইউনিয়ন একটি বিপ্লব ও প্রতিবাদের প্রতিষ্ঠান বলেও জানান তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিপিবির সাধারন সম্পাদক এম এ রশিদ, ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক তাসরিন সুলতানা, সহকারী সাধারন সম্পাদক তাসমিনা সুলতানা, দফতর সম্পাদক সামিয়া আক্তার মিমি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রিফাত হোসেন প্রমুখ।

আনন্দবাজার/শহক/রিআরি

সংবাদটি শেয়ার করুন