ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি সৌদির

সৌদির জুনিয়র লেভেল থেকে এই চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কিন্তু আমার মনে হয় এটি টিকবে না। রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে।

৮০ ও ৯০ দশকে তৎকালীন সৌদি বাদশা স্বপ্রণোদিত হয়ে অনেক রোহিঙ্গাকে নিয়ে গেছেন। তারা সেখানে ৩০-৪০ বছর ধরে আছে। অনেকে সরাসরি গেছে। কেউ কেউ হয়তো বাংলাদেশ হয়ে গেছে।

এদের কোনও পাসপোর্ট নেই এবং কোনও কাগজ নেই। আমরা বলেছি, যারা আগে পাসপোর্ট পেয়েছে এবং তাদের পাসপোর্টের কাগজ যদি থাকে তবে আমরা নতুন পাসপোর্ট ইস্যু করবো। বাংলাদেশের নাগরিক না হওয়ার পরেও কীভাবে সৌদি আরব পাসপোর্ট ইস্যু করতে বলে−জানতে চাইলে মন্ত্রী বলেন, সেটা আমি কী করবো, এটা মুশকিল।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন