ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে বুঝবেন স্ট্রোকের পূর্বাভাস

স্ট্রোক যেকোনো অবস্থাতে বা স্থানে বসেই হতে পারে। সাধারণত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ। তবে অনেক ক্ষেত্রে মাটিতে পড়ে আঘাত পেয়েও স্ট্রোক হতে পারে। বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, গ্রীষ্ম থেকে শীতকালে বেশি স্ট্রোক হয়।

তবে আগে থেকে স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে জানা থাকলে এই রোগটি প্রতিরোধ করা সম্ভব হয়। আসুন জেনে নেই স্ট্রোকের পূর্বাভাস-

হঠাৎ করেই শরীরের একদিকে দুর্বল বা অবশ হয়ে যাওয়া। কথা অস্পষ্ট, জড়িয়ে যাওয়া বা একেবারে বুঝতে এবং বলতে না পারা। চোখে ঝাপসা দেখা। দুটো দেখা অথবা একেবারেই না দেখা, হঠাৎ মাথা ঝিমঝিম, ঘোরা, হতবিহ্বল হয়ে পড়া বা ভারসাম্য হারিয়ে ফেলা।

তবে মারাত্মক লক্ষণ হচ্ছে হঠাৎ তীব্র মাথা ব্যথা, বমি, খিঁচুনি বা জ্ঞান হারিয়ে ফেলা। স্ট্রোক একটা প্রতিরোধযোগ্য রোগ। তবে একবার আক্রান্ত হলে চিকিৎসা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি। তাই লক্ষণগুলো ভালোভাবে জেনে প্রতিরোধ করাই উত্তম।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন