সম্প্রতি কুড়িগ্রামে আইপিএল নিয়ে জুয়া খেলায় অভিযান চালিয়ে একরাতেই ১৯ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামে আইপিএল ম্যাচ চলাকালীন জয়া খেলায় লিপ্ত হওয়ায় ৮ জন এবং একই রাতে রাজারহাট সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দর গ্রাম পুটিকাটা স্কুল সংলগ্ন এক চায়ের দোকান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় জুয়ায় ব্যবহৃত টিভি, মোবাইল এবং নগদ টাকাও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উলিপুর উপজেলার নুরইসলাম (২২), সুজন মিয়া (১৯), শাহিন আলম (১৭), আবু মুসা (৩২), বদিউজ্জামান (২৫), আনিছুর মন্ডল (৩০), বকুল মিয়া (২৪) ও রাজু মিয়া (৩৫)। এরা সবাই থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের বাসিন্দা। তবে রাজারহাটে আটক ১১ জনের নাম এখনও জানা যায়নি।
অভিযানের ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, আইপিএল শুরু হওয়ার পর এক শ্রেণির তরুণ এবং কিশোর খেলা দেখার নামে আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে। এমনকি খেলাকে কেন্দ্র করে মাদকসহ হাতাহাতির মত দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বৃদ্ধি পেয়েছে পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা। তাই সব অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আনন্দবাজার/এইচ এস কে




