ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচবিবিতে পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার

সম্প্রতি জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল নিজের ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ করে রাতের অন্ধকারে পাচার করার সময় উপজেলার চাঁনপাড়া থেকে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ” কর্মসূচীর ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার (২১শে সেপ্টেম্বর) রাত ৮টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাঁচবিবির তথ্য ভিত্তিতে দেলোয়ার হোসেন নামে এক চাল ব্যবসায়ীকে আটক করে এবং চালগুলো জব্দ করে। বর্তমানে জব্দকৃত চালগুলো স্থানীয় আওলাই ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চাল ক্রয়-বিক্রয়ের অপরাধে চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এই ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেন বলেন, সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করায় ওই ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এঘটনায় জব্দকৃত চালগুলো পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীব দূঃখিদের মধ্যে বিতরণ করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে/ এম বি এইচ

সংবাদটি শেয়ার করুন