ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরবর্তী এশিয়ার অর্থনৈতিক পুনরারম্ভ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

করোনা পরবর্তী এশিয়ার অর্থনৈতির পুনরারম্ভের উপর গুরুত্ব আরোপ করে আজ সোমবার সন্ধ্যায় অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ভিত্তিক সংগঠন ফ্রেডরিক ন্যাউমান ফাউন্ডেশনের (এফ এন এফ) দক্ষিণ এশিয় অফিস এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা এশিয় অঞ্চলের অর্থনৈতির বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি এই অঞ্চলের ট্যুরিজম এবং হোটেল ইন্ড্রাস্ট্রির বিভিন্ন দিকের উপর উপর গুরুত্ব আরোপ করেন। করোনা পরবর্তী এই অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমের পরিবর্তন সহ নতুন করে কি কি সমস্যার সম্মুখীন এই অঞ্চলের ব্যাবসায়ীরা হতে পারে এবং সে সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে বক্তারা নিজেদের মতামত ব্যক্ত করেন।

এফএনএফ বাংলাদেশের প্রতিনিধি ড. নাজমুল হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মালদ্বীপের মন্ত্রীসভার সাবেক সদস্য ও এসএমডিআই গ্রুপের সিইউও ড. মারিয়াম শাকিলা এবং নেপালের এফএনসিসিআই এর সভাপতি ভাওয়ানি রানা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, অন্তর্জাতিক এই আলোচনা সভায় নিবন্ধনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন