ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এই শহর শুধু মানুষের নয়, সমস্ত অবলা প্রাণীরও

দেশজুড়ে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ। ঢাকার কিছু এলাকায় কুকুর বৃদ্ধি পাওয়ায় অবলা প্রাণীগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।

আবার অনেকেই সব কুকুর মেরে ফেলার দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। তবে ডিএসসিসি এমন কাজ করলেও উল্টো পথে হাঁটতে চান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

আজ (২১ সেপ্টেম্বর) সোমবার সোশ্যাল সাইটে নিজের ভেরিফায়েড পেইজে আতিকুল ইসলাম লিখেছেন, এই শহর শুধু মানুষের নয়, সমস্ত অবলা প্রাণীরও। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষের পাশাপাশি প্রাণীর সহাবস্থান জরুরি।

একটি মানবিক এবং প্রাণবিক ঢাকা শহর গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে কুকুর অপসারণ নয়, জন্মনিয়ন্ত্রণ করার লক্ষ্যে বন্ধ্যাকরণ কর্মসূচি গ্রহণ করা হবে। নগরবাসীর নিরাপত্তা এবং প্রাণী কল্যাণ আইনের প্রতি সম্মান জানিয়ে অতি শীঘ্রই ডিএনসিসি জলাতঙ্ক টিকা প্রদান এবং কুকুর বন্ধ্যাকরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন