চলতি মৌসুমে মেক্সিকোয় গম উৎপাদনের জন্য চমত্কার আবহাওয়া বজায় রয়েছে। পারিপার্শ্বিক অবস্থা অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।
প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় গমের সম্মিলিত উৎপাদন প্রায় ৩৩ লাখ টনে উন্নীত হতে পারে।
ইউএসডিএর পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় ২০১৯-২০ মৌসুমে মেক্সিকোয় সব মিলিয়ে ৩২ লাখ ৭০ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে ২০২০-২১ মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন কমে ৩০ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে ।
নভেল করোনাভাইরাসের ধাক্কায় মেক্সিকোয় গমের ক্রয়-বিক্রয় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির সরকারি তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে লকডাউনে রেস্তোরাঁ ও বেকারিগুলো টানা বন্ধ থাকায় গমের ক্রয়-বিক্রয় কমেছে প্রায় ৩০ শতাংশ। এখন রেস্তোরাঁ ও বেকারিগুলো খুলেছে। এর পরও বছরের বাকি সময়ে মেক্সিকোয় গমের ক্রয়-বিক্রয় বর্তমানের তুলনায় সর্বোচ্চ ১৫ শতাংশ বাড়তে পারে।
আনন্দবাজার/ইউএসএস