দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। অপরদিকে দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক কমেছে ২২৮ পয়েন্ট। এমনকি আজ উভয় বাজারে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ১২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস অথবা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ২৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১০৩ কোটি ৮৮ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে শেয়ার লেনদেন হয়েছে মোট ২৮৬টি প্রতিষ্ঠানের । এর মাঝে ৭৫টির দাম বেড়েছে আর কমেছে ১৯১টির। আর অপরিবর্তিত আছে ২০টি।
আনন্দবাজার/এফআইবি