ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ১৬ অক্টোবর চালু হচ্ছে সব সিনেমা হল

করোনা মহামারি সংক্রমণ প্রতিরোধে প্রায় ছয় মাস বন্ধ ছিল দেশের সব সিনেমা হল। দীর্ঘদিন বন্ধ থাকার আগামী ১৬ অক্টোবর থেকে সবকটি সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ (২১ সেপ্টেম্বর) সোমবার  তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানান, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী।

উল্লেখ্য যে, করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন