শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল এড্রেস সরবরাহ করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কতৃপক্ষ। গত রবিবার (২০ সেপ্টেম্বর) জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান সাংবাদিকদের সাথে আলাপকালে নিজেই এ কথা জানান।
ভিসি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাতিষ্ঠানিক ই-মেইল এড্রেস সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং শীঘ্রই প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য জোর দেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের তাদের তথ্য যাচাই করার সাথে সাথে একটি একক ই-মেইল আইডি দেওয়া হবে। এই ই-মেইল আইডির মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, বৃত্তি, গবেষণা কাগজপত্র প্রকাশ এবং অর্থায়ন ইত্যাদি সহ বিভিন্ন সুযোগ সহজেই নিতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার ঘোষণা দিয়েছে জবি কর্তৃপক্ষ।
গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। তারই পরিপ্রেক্ষিতে এমন ভালো একটা সিদ্ধান্ত নেওয়াতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।
আনন্দবাজার/এইচ এস কে/ এম এ এস