ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সনের চার গোলে কেনের চার অ্যাসিস্ট

এভারটনের বিপক্ষে হেরে ২০২০-২১ মৌসুম যাত্রা শুরু করেছিল টটেনহ্যাম। তবে আজ সাউদাম্পটনের বিপক্ষে ৫-২ গোলের দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে স্পার্সরা।

রবিবার দলের হয়ে দুর্দান্ত খেলেছেন পূদক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউয়েন মিন। এ ম্যাচে চার গোল করে  রেকর্ড গড়েছেন তিনি। একই তাকে চার গোলেই সহায়তা দিয়ে গড়েছেন রেকর্ড হ্যারি কেন।

ম্যাচের ৩২তম মিনিটে প্রথম ঘরের মাঠে গোল করে এগিয়ে যায় সাউদাম্পটন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই গোল শোধ করেন সন মিন। দ্বিতীয়ার্ধের শুরুতেই এশিয়ার বর্ষসেরা ফুটবলার হওয়া সনের গোল ২-১ গোলের লিড নেয় জোসে মরিনিওর টটেনহাম।

এরপর ৬৪তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলও করেন তিনি। এতে করে এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে ৫০ গোল করা সন মিন পূর্ণ করেন হ্যাটট্রিক।

ম্যাচের ৭৩ তম মিনিটে এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগে চার গোল করার রেকর্ড নিজের করে নেন তিনি। এদিকে দলকে ৪-১ গোলে এগিয়ে নিতে চারটি গোলে সহায়তা দিয়ে প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে চার গোলে সহয়তা করার রেকর্ড গড়লেন ইংল্যান্ডের স্পার্স স্ট্রাইকার হ্যারি কেন।

এরপর ৮২তম মিনিটে দলের হয়ে আরও এক গোল যোগ করেন হ্যারি কেন। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে মাঠে ছাড়ে স্পার্সরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন