ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মান ও পানি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ” ডেল্টা প্লান ২১০০” এর আওতায় খননকৃত ” ডিহিবুড়া খাল” কৃষি ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে জনসাধারণের জন্য “অবমুক্ত” রাখার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক ডি,এইচ,কে মাধ্যমিক বিদ্যালয় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেলুটি ইউপি চেয়ারম্যান বাবু রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা সুকান্তি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রনধীর মন্ডল, সুকুমার কবিরাজ, আশিষ কুমার হালদার, নিরাপদ দফাদার, চম্পক বিশ্বাস, চ লা রানী মন্ডল, ডালিম রায়, আওয়ামীলীগ নেতা নলিনাক্ষ নাথ বৈদ্য, তরুন কান্তি সরকার, সুশান্ত রায়, পলাশ রায়, নিশীত মজুমদার, সুভাষ মন্ডল, বনমালি রায়, প্রভাষ মন্ডল, নিরাঞ্জন সরদার,যুবলীগ নেতা রামচন্দ্র টিকাদার, অঞ্জন মন্ডল, তন্ময় ঘোষ, নিতীশ রায়, অলোক ঘোষ, তরুন রায়, স্মৃতীশ রায়, বিশ্বজিত মন্ডল হারু, সমিরন মন্ডল, সত্যেন্দ্রনাথ সরদার, অশোক গোলদার, প্রদীপ গোলদার, পল্লব গোলদার, অমৃত টিকাদার, প্রসেনজিত মন্ডল মিঠু, শিক্ষক দীবাংশু মন্ডল, শিমুল মন্ডল, ইতিমা বড়াই, রিক্তা সরকার, নমিতা রায়, শিউলী মল্লিক, বিদ্যুৎ রায় সহ এলাকাবাসী।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন