শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে পাঠানো চিঠিতে রাইসিন বিষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে রাইসিন নামক মারাত্মক বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই চিঠিটি জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

হোয়াইট হাউসে বাইরে থেকে যেসব চিঠি আসে তা একটি কার্যালয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানেই বিষাক্ত পদার্থের বিষয়টি ধরা পড়েছে।

জানা গেছে, চিঠিতে রাইসিন নামক যে বিষ পাওয়া গেছে তা ক্যাস্টর অয়েলের বীজ থেকে তৈরি হয়। এটি যদি কোনভাবে খেয়ে ফেলা হয় বা নিশ্বাসের সাথে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় তাহলে মাথা ঘোরা,বমি শুরু হয়। পরবর্তীতে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। এর ফলে ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হয়। এর কোন প্রতিষেধক নেই।

তবে ঘটনায় কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

সংবাদটি শেয়ার করুন