ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে বেড়েছে জ্বালানি তেলের রফতানি ও উত্তোলন

সৌদি আরব থেকে চলতি বছরের জুন মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ইতিহাসের রেকর্ড নিম্ন অবস্থায় নেমে এসেছিল। তবে জুলাইয়ে দেশটির জ্বালানি তেলের রফতানি বাজার চাঙ্গা হয়ে উঠেছে। এ সময় সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি আগের মাসের তুলনায় বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভের (জেওডিআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেওডিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্রতিদিন গড়ে ৪৯ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই সর্বনিম্ন মাসভিত্তিক রফতানির রেকর্ড।

তবে পরের মাসে পণ্যটির দৈনিক গড় রফতানি বেড়ে ৫৭ লাখ ৩০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে সৌদি আরব থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে দৈনিক গড়ে ৭ লাখ ৫০ হাজার ব্যারেল।

রফতানি খাতে চাঙ্গা ভাবের পাশাপাশি জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় বেড়েছে। জেওডিআইয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে সৌদি আরবের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে।

আগের মাসের তুলনায় জুলাইয়ে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন