ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে টিকটক ও উই চ্যাট

এবার মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং মেসেজিং অ্যাপ উই চ্যাট নিষিদ্ধ হতে যাচ্ছে। এই দুটি অ্যাপ ডাউনলোডের ওপর নিষেধাজ্ঞা জারি করতে অর্ডারে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হবে।

এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন জানায়, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

করোনাকালেই একাধিক বিষয়ে নতুন করে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ান, হংকং এবং সবশেষে পুরো বিশ্বে করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে বাকযুদ্ধ চরমে ওঠে দুই দেশের মধ্যে। তারপরই টিকটকের তথ্য নিরাপত্তা নিয়ে বিষয়টি সামনে আসে। মার্কিন গোয়েন্দা বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য এই অ্যাপের মাধ্যমে চীনের হাতে চলে যাচ্ছে।

এছাড়া টিকটককে হাতিয়ার বানিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও চীন হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। এমন পরিস্থিতিতে গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন আমেরিকায় এই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করবেন তিনি।

এই ঘটনায় সম্প্রতি মাইক্রোসফট টিকটক কিনে নিতে চাইছে বলে জানা গেছে। মার্কিন সরকারও চাইছিল, বাইটডান্সের হাত থেকে এই সংস্থার মালিকানা বিশ্বখ্যাত সংস্থা মাইক্রোসফটের হাতে যাক। তারপর দুই পক্ষের মধ্যে প্রাথমিক স্তরে আলোচনাও হয়। এর মধ্যেই টিকটক কিংবা তার মালিক চীনা কোম্পানির সঙ্গে কোনওরকম আবার আর্থিক লেনদেনের উপরও নিষেধাজ্ঞা জারি হয়। ফলে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে ওঠে।

এরপর জানা যায়, মাইক্রোসফট নয়, নিজেদের এই অ্যাপটি বিক্রির জন্য আরেক মার্কিন সংস্থা ওরাকল কর্পোরেশনকে বেছে নিয়েছে চীনা সংস্থা বাইটডান্স। তবে এখনও আলোচনার পর্যায়ে পুরোটাই। তবে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হলেও পুনরায় তা ফেরত আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন