ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে : খাদ্যমন্ত্রী

চলতি বছরে বোরো ধানের ফলন ভালো এবং বাজার মূল্য ভালো থাকায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। বর্তমান চালের বাজার সহনীয় ও স্থিতিশীল আছে। সদ্য সমাপ্ত বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শত ভাগ পূরণ না হলেও উদ্দেশ্য সফল হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, এবার অভ্যন্তরীণ খাদ্যশস্য লক্ষ্যমাত্রার চেয়ে একটু কম সংগ্রহ হলেও যতটুকু সংগ্রহ হয়েছে, তা সরকারি মজুদের জন্য যথেষ্ট।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনার কারণে প্রাকৃতিক দুর্যোগ, মহামারি করোনা ভাইরাস ও বন্যা মোকাবেলার পরও দেশে খাদ্যের কোন অভাব নেই।

দেশে আগামীতেও চালের বাজার দর সহনীয় ও স্থিতিশীল থাকবে বলে আশাবাদী মন্ত্রী। চাল আমদানির বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন,দেশে যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে। তারপরও চালের বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে চাল আমদানি করা হবে।

আনন্দবাজার/শাহী/ইমরান

সংবাদটি শেয়ার করুন