ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দিতে মানববন্ধন

সম্প্রতি পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা অঞ্চলের পর্যটন ব্যবসায়ীরা। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার বিভাগীয় বন দপ্তরের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর নেতারা বলেন, সুন্দরবনে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। করোনার প্রভাবে গেল কয়েক মাসে সুন্দরবন বন্ধ থাকায় তাদের ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

সমাবেশ থেকে নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামীতে খুলনা-ঢাকায় সংবাদ সম্মেলনসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সংগঠনের সভাপতি মো. মঈনুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড, আলামীন লিটন, মাজহারুল ইসলাম কচি, শাহজামান খান, নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন