ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লঞ্চে শিশু সহ নারীকে পাচারকারী সন্দেহে আটক করেছে যাত্রীরা

সম্প্রতি পটুয়াখালী থেকে বাউফলের বগা হয়ে ঢাকা রুটে যাতায়াত করে এম ভি প্রিঞ্চ আওলাদ ৭ লঞ্চ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্যেশ্যে ছাড়ে আওলাদ ৭ লঞ্চটি।

জানা গেছে, বগা ঘাট থেকে ছেড়ে যায় ৬ টার দিকে তারপরে কারখানা নদী পার হয়ে যাওয়ার পরে আনুমানিক ৮ টার দিকে যাত্রীরা সন্দেহজনক এক মহিলাকে ২ টি বাচ্চা সহ আটক করে। মহিলা ও বাচ্চাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামে। লঞ্চ যাত্রীরা মহিলাকে বাচ্চা পাচারকারী সন্দেহে শিকল দিয়ে বেধে রাখে। ওই মহিলার নাম নাজমুন্নাহার হ্যাপি এবং এই মহিলাই সন্তান দুটির নিজের মা।

এই ব্যাপারে মহিলার স্বামী ইমাম হোসেন বলেন, তার বৌ মানসিক ভাবে ভারসাম্যহীন, বিকেলে রাগ করে বাচ্চা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপরে তিনি নানা স্থানে খোজ খবর নিয়েও তার বৌ বাচ্চার কোন সন্ধান পায় নি তারা। রাত ৯ টার দিকে তিনি লঞ্চের এই সমস্যার খবর জানতে পারে। পরে স্থানীয় থানায় বিষয়টি অবগত করেন তিনি এবং থানা থেকে এস আই মিজান এর নেতৃত্বে একটি দল এসে তদন্ত করে নিশ্চিত হয়েছে যে বাচ্চা দুটি ওই মহিলারই সন্তান।

এই ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষের মুঠোফোন 01760998537 নম্বরে যোগাযোগ করার জন্য একাধিক বার ফোন দিলেও তারা ফোন ধরেন না এবং পরে বন্ধ করে রাখে।

আনন্দবাজার/এইচ এস কে/ এম আর আই

সংবাদটি শেয়ার করুন