শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মাঝে ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৭৬১ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। যা আগের দিন থেকে ১৩৩ কোটি ৪৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার।

আজ দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৩ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৫টির দর বেড়েছে, কমেছে ১৪৩টির। আর ৪৯টির দর অপরিবর্তিত আছে।.

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  ট্রাম্পের প্রেসিডেন্সি ভেঙে পড়তে পারে!

সংবাদটি শেয়ার করুন