শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্কের শান্তি চুক্তি করায় তাকে এই মনোনয়ন দেয়া হয়েছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল (বুধবার) ইতালীয় সংসদ সদস্য পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন।

এদিকে ইসরায়েলের সাবেক যোগাযোগমন্ত্রী ও নেতানিয়াহুর লিকুড পার্টির নেতা আয়ুব কারা এক টুইট বার্তায় জানান, বাহরাইন ও আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

উল্লেখ্য, গেল সপ্তাহে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তিতে মধ্যস্থতা করার জন্য তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নেতানিয়াহু।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  দুই সপ্তাহের মধ্যে তৈরি হবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ

সংবাদটি শেয়ার করুন