আসন্ন বিশ্বকর্মা পূজা এবং সাপ্তাহিক ছুটিতে বৃহস্পতি ও শুক্রবার টানা দুই দিন দেশের সবচেয়ে বড় রাজস্বদাতা বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে কোন পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে প্রবেশ করেনি। কিন্তু এ পথে করোনা প্রতিরোধে নানা নিয়মের মধ্য দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল সচল রয়েছে।
আগামী শনিবার ১৯ সেপ্টেবর সকাল থেকে পূনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে জানা গেছে। বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে বাণিজ্য বন্ধের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
অপরদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের দুই পারে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক আমদানি ও রফতানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল নানা খাদ্যদ্রব্য সহ শিল্পকারখানার প্রয়োজনীয় কাজে ব্যবহৃত কাঁচামাল রয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
আনন্দবাজার/এইচ এস কে