ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাড়ি ফিরতে থানায় ঝর্ণা

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে দুই নেতাকর্মী নিহত হলে ৪ মাস বাড়িছাড়া হয় একপক্ষের পরিবার। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে তারা মানবেতর জীবন কাটাচ্ছিল। ওই সব পরিবারের নারী সদস্যরা তাদের সন্তান নিয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্না দেয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে বসে থাকতে দেখা যায় প্রায় ২০ জন নারীকে।

এ সময় থানায় আসা নারীরা জানান, গত ৫ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আলাপ শেখসহ দুইজন নিহত হন। এ ঘটনার পর থেকে আসামী পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর করা হয়। চলতে থাকে বেপরোয়া লুটপাট। তারপর থেকে ঘরবাড়ি ছেড়ে পালায় ওই গ্রামের অর্ধশত পরিবার। বাড়ী ভাংচুরের পাশাপাশি এখন বসত বাড়ির গাছপালা কেটে নিচ্ছে প্রতিপক্ষরা। গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও একনারী অভিযোগ করেন। দিনের পর দিন জেলার বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে তাদের। সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে সদর থানায় এসেছেন তারা।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আমার কোন বক্তব্য নেই। যারা নির্দোষ তারা বাড়িতে ফিরে যাবেন। কেউ বাঁধা দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

আনন্দবাজার/শাহী/বুরহান

সংবাদটি শেয়ার করুন