ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বোমা নিয়ে ব্যাংকে ঢুকে টাকা দাবী, যুবক গ্রেফতার

ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের চৌরাস্তায় প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করে ব্যাংকের ব্যবস্থাপকের নিকট টাকা দাবী করেছে এক যুবক। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আবু বকর (৩০)। দাবীকৃত টাকা না দিলে বোমা ফাটানোর হুমকিও দেয় আবু বকর। এসময় ব্যাংকে বোমা ফাটানোর খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংকের এক কর্মকর্তা জানান, বুধবার বেলা সাড়ে বারোটার দিকে এক যুবক কাঁধে একটি ব্যাগ নিয়ে প্রাইম ব্যাংক লিমিটেডের জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপকের কক্ষে ঢোকেন। তার ব্যাগে থাকা বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যবস্থাপকের কাছে মোটা অংকের টাকা দাবি করেন সেই যুবক। এসময় ব্যংকের ভিতরে বোমা ফাটানোর কথা শুনে আতংক ছড়িয়ে পড়ে। পরে কৌশলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ওই যুবককে আটক করে তার নিকট থেকে ব্যাগ নিয়ে নেয়। পরে ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল এসে বোমা নিষ্কৃীয় করে। পুলিশ এসে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ করে দেয়। রাস্তার দুই পাশে ব্যপক যানজটের সৃষ্টি হয়। আশেপাশের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া জানান, পুলিশ ওই যুবককে আটক করে কৌশলে তার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয়। এরপর তাকে বাসন থানায় স্থানান্তর করা হয়। অন্যদিকে ঢাকায় বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। তদন্তের পর প্রকৃত ঘটনা যানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন