ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন চাকার গাড়ির কারখানা করছে রানার অটোমোবাইল

দেশের শেয়াবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত রানার অটোমোবাইল লিমিটেড ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশে তিন চাকার গাড়ি তৈরির কারখানা করবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইল।

ভারতের বাজাজ অটো লিমিটেড কোম্পানির সাথে এই প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি একটি চুক্তি করেছে রানার অটোমোবাইল।

এই চুক্তির আওতায় রানার অটোমোবাইল বাংলাদেশে বাজাজ ব্র্যান্ডের তিন চাকার বাহন তৈরি ও বিক্রি করবে। তাদেরকে এ ব্যাপারে কারিগরি সাহায়তা দিবে বাজাজ অটো লিমিটেড।

এমনকি এই চুক্তির আওতায় রানার অটোমোবাইল বাংলাদেশে তিন চাকার বাহন তৈরির পাশাপাশি এর সব যন্ত্রাংশও তৈরি করবে।

ইতোমধ্যে কোম্পানিটি শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ফেলেছে ।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন