ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচয় নিতে যাচ্ছে বার্বাডোজ। ক্যারিবীয় এই রাষ্ট্রটি প্রায় তিন শতাব্দী ধরে ব্রিটিশ উপনিবেশে ছিল।
যদিও ১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলেও বার্বাডোজের নেতৃত্বে ছিলেন ব্রিটেনের রানি।
বিবিসি এক প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের নভেম্বরে স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বার্বাডোজ।
ইতোমধ্যে একটি লিখিত বক্তব্যে দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী মিয়া মোটলি বলেন, ‘বার্বাডোজের জনগণ একজন বার্বাডিয়ানের নেতৃত্ব চাচ্ছে। এখনই সময় ঔপনিবেশিক অতীতকে আমাদের পুরোপুরি ত্যাগ ভাবে করার।
তিনি বলেন, এটাই আমাদের আত্মবিশ্বাসের চূড়ান্ত সাক্ষ্য যে, কী আমাদের পরিচয় এবং আমরা কী অর্জন করতে সক্ষম।
আনন্দবাজার/এম.কে