আজ বুধবার সকালে নেপালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেটা অনুভূত হয়েছে রাজধানী কাঠমান্ডুতেও।
নেপালের সিসমোলজি কেন্দ্র জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেল ৬। তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।
দেশটির রাজধানী কাঠমান্ডুর ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত রামচে শহরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে নেপালের পুলিশ।
আনন্দবাজার/টি এস পি

