শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় জটিল রোগে আক্রান্ত ৪৫ জনকে আর্থিক অনুদান

সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সরকার প্রদত্ত্ব ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্ম গত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ৫০হাজার টাকা করে ৪৫ জনকে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদে মোহনা মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, চকরিয়া উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ৪৫ জন রোগীদের সরকারের এ সহযোগিতায় ৫০ হাজার টাকা হারে মোট ২২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস ক/এর ডি

আরও পড়ুনঃ  অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়

সংবাদটি শেয়ার করুন