ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সাথে অভিমান করে কীটনাশক পানে তানজিল হাসান (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত তানজিল ওই গ্রামের আফাল হোসেনের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান চলছিল যুবক তানজিলের। হঠাৎ মঙ্গলবার রাত ৮ টার দিকে সে কীটনাশক পান করে। তাকে গুরুত্বর অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাঃ মাহফুজুর রহমান।

আনন্দবাজার/এইচ এস কে/ এম বি ইউ

সংবাদটি শেয়ার করুন