ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে তিন জনের মনোনয়ন দাখিল

জয়পুরহাট জেলার কালাই পৌরসভা মেয়রের শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। সেই তফসীল অনুযায়ী কালাই পৌরসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপিসহ তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সহকারি রিটানিং অফিসার ও কালাই উপজেলা নির্বাচন অফিসে জমা দেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তফসীল মোতাবেক মঙ্গলবার কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সে অনুযায়ী আওয়ামী লীগের মনোনিত একক প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপির মনোনিত একক প্রার্থী আনিছুর রহমান তালুকদার এবং সতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ রাহুল তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, কালাই পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার ৫টা পর্যন্ত ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সময় শেষ হওয়ায় যারা মনোনয়পত্র জমা দেননি তাদের আর সুযোগ নেই।

মনোনয়পত্র বাছাই আগামী ১৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন হবে আগামী ১০ অক্টোবর। সকল ওয়ার্ডে এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আনন্দবাজার/এইচ এস কে/ আর এ আর

সংবাদটি শেয়ার করুন