ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলো ইরান

গতকাল সোমবার ইরানকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ইরানের যেকোন হামলা মোকাবেলায় এক হাজার গুণ বেশি মাত্রার জবাব দেওয়া হবে। এমন বার্তার পরই আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানও।

আজ মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই টেলিভিশন সংবাদসম্মেলনে বলেছেন, আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন কোনো কৌশলগত ভুল না করবে না। আর যদি নিশ্চিতভাবে কোনো কৌশলগত ভুল করে তাহলে তারা ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়ার সাক্ষী হবে।

ফের হঠাৎ করেই উত্তেজনা বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে। এর আগে ২০১৮ সালের মে মাসে একতরফাভাবে ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প প্রশাসন। এরপর থেকেই এই দুইদেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা চাপাতে থাকে যুক্তরাষ্ট্র।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন