ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে বিমা খাতের আধিপত্য

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বিমা খাত। তালিকার ১০ কোম্পানির মধ্যে ৮টিই হচ্ছে বিমা কোম্পানি। এদিন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুসারে, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১৪৫ বারে ২৫ লাখ ৯৯ হাজার ৭৮০টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।

অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির মোট এক হাজার ৫২৫ বারে ২৮ লাখ ৪৭ হাজার ৯৭৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৩ লাখ টাকা।

দর বাড়ার শীর্ষে তৃতীয় স্থানে আছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এমবি ফার্মা, ঢাকা ইন্স্যুরেন্স ও লিবরা ইনফিউশন লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন