ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

চলতি বছরও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। একইসঙ্গে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার ক্লাবেও প্রবেশ করেন বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ফোর্বস সাময়িকীর সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় ২০২০ সালে আয়ের হিসেবে ১২ কোটি ৬০ লাখ ডলার নিয়ে সবার ওপরে রয়েছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি।

এরপরই ১১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো অবস্থান। তিন নম্বরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৬০ লাখ ডলার।

২০১৯ সালেও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় এই তিন জন একই ক্রমে ছিলেন। এদিকে, এক লাফে তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির ফরাসি এই ফরোয়ার্ডের আয় ৪ কোটি ২০ লাখ ডলার।

সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগের তিন জন করে খেলোয়াড় রয়েছেন। এছাড়াও লিগ ওয়ানের দুই জন, বুন্ডেসলিগা ও সেরি আ থেকে রয়েছেন একজন করে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন