ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে সূচক, কমেছে লেনদেনের পরিমাণ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের মূল্য সূচক বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে এদিন দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেয়া ১২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৭৪টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারে মোট লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৬ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন